তামুলপুর (অসম), ৪ আগস্ট (হি.স.) : কংগ্রেস নেতা রাহুল গান্ধী একজন ‘ভারতবিরোধী’, তাঁর চিন্তাভাবনা ভারতীয় মূল্যবোধের সঙ্গে নয়, পাকিস্তান ও বাংলাদেশের মানসিকতার সাথে মিলে, তিনি পাকিস্তান ও বাংলাদেশপ্ৰেমী, বক্তা অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।
আজ সোমবার ‘বড়োল্যান্ড টেরিটরিয়াল রিজিওন’ (বিটিআর)-এর আসন্ন নির্বাচন উপলক্ষ্যে তামুলপুরে বিজেপির এক সমাবেশে ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী ড. শর্মা। বহু কথার মধ্যে কংগ্রেস আমলের অপশাসন প্রসঙ্গে বলতে গিয়ে রাহুল গান্ধীকে টেনে আনেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘রাহুল গান্ধী ভারতের হিন্দু-মুসলিম কারোর হিতাকাঙ্ক্ষী নন, তিনি ভারতীয় চিন্তাভাবনা থেকে হাজার যোজন দূরে।’
মুখ্যমন্ত্ৰীর এই বক্তব্য এমন এক সময় পেশ করেছেন, যখন বিজেপি 'প্রগতিশীল বিটিআর-এর জন্য বিজেপি' শীর্ষক প্রচারণার বলে বিটিআর-এর অন্তর্ভুক্ত চারটি জেলা যথাক্রমে কোকরাঝাড়, বাকসা, চিরাং এবং ওদালগুড়িতে নিবিড় জনসংযোগ চালাচ্ছে।
এদিকে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে সমর্থন করে অন্যান্য বিজেপি নেতারা কংগ্রেসের বিরুদ্ধে সিএএ এবং উচ্ছেদ অভিযানের বিরোধিতা করে বেদখলদারদের উৎসাহিত করা এবং অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি করার অভিযোগ করছেন। দলের কঠোর উচ্ছেদ নীতি, গোটা রাজ্যে ব্যাপক জনসমর্থন পাচ্ছে।
এদিকে ওদালগুড়ি জেলায় মুখ্যমন্ত্রীর রোড শোতে বিশাল জনতার জমায়েত হয়েছিল। জমায়েতে তিনি নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চ সহ অন্য সংগঠনগুলি এবং কৌতুকাভিনেতা বুলবুল শর্মার মতো বিশিষ্টজনের সমর্থন পেয়েছে, যাঁরা স্থানীয় জনগণের অধিকারের জন্য বিজেপির দাবিকে সমর্থন করেন।
প্রসঙ্গত, বিটিআর-এর নির্বাচনী প্রচারের নেতৃত্ব দিচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা এবং বিজেপির প্রদেশ সভাপতি দিলীপ শাইকিয়া।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস