গুয়াহাটি, ৪ আগস্ট (হি.স.) : ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা এবং রাজ্যসভার প্ৰাক্তন সদস্য শিবু সোরেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।
নিজের অফিশিয়াল সামাজিক মাধ্যমে ড. হিমন্তবিশ্ব শর্মা শোক ব্যক্ত করে লিখেছেন, ‘ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং মাননীয় রাজ্যসভার প্রাক্তন সাংসদ শিবু সোরেনজির মৃত্যুর খবর অত্যন্ত বেদনাদায়ক। তাঁর জীবন বঞ্চিত, আদিবাসী এবং শ্রমিকদের স্বার্থে নিবেদিতপ্রাণ ছিল। আমি তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানাই এবং সোরেন-পরিবারের প্রতি সমবেদনা জানাই।’
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস