নয়াদিল্লি, ৪ আগস্ট (হি.স.) : ফিলিপিন্সের রাষ্ট্রপতি, ফার্দিনান্দ রোমাউলদেজ মার্কোস সোমবার তাঁর প্রথম ভারত সফরে দিল্লিতে এসেছেন। দিল্লিতে এসে পৌঁছলে তাঁকে স্বাগত জানান বিদেশ প্রতিমন্ত্রী পাবিত্রা মার্গেরিটা। আগামী ৮ আগস্ট পর্যন্ত ভারতে থাকবেন তিনি। তাঁর সঙ্গেই ভারতে এসেছেন ফার্স্ট লেডি ম্যাডাম লুইস আরানেতা মার্কোস। এছাড়াও একাধিক মন্ত্রী, অন্যান্য গণ্যমান্য ব্যক্তি ও ঊর্ধ্বতন আধিকারিকদের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ভারত সফরে এসেছে।
রাষ্ট্রপতি মার্কোস ৮ আগস্ট ফিলিপিন্সে ফিরে যাওয়ার আগে বেঙ্গালুরুও যাবেন। ফিলিপিন্সের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি হচ্ছে রাষ্ট্রপতি মার্কোসের প্রথম ভারত সফর। এই সফরের সময়, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি মার্কোসের মধ্যে ৫ আগস্ট দ্বিপাক্ষিক আলোচনা হওয়ার কথা রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা