বৃষ্টি থামছেই না জম্মু-কাশ্মীরে, ভূমিধস ও হড়পা বানের সতর্কতা
জম্মু, ৩১ আগস্ট (হি.স.): আগামী ২৪ ঘণ্টাও জম্মু ও কাশ্মীরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার ফলে জম্মু অঞ্চলে ভূমিধস ও হড়পা বানের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, জম্মু, কাঠুয়া, রাজৌরি, রিয়াসি, ডোডা, রামবান, কিশতওয়ার, সাম্বা এ
বৃষ্টি থামছেই না জম্মু-কাশ্মীরে, ভূমিধস ও হড়পা বানের সতর্কতা


জম্মু, ৩১ আগস্ট (হি.স.): আগামী ২৪ ঘণ্টাও জম্মু ও কাশ্মীরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার ফলে জম্মু অঞ্চলে ভূমিধস ও হড়পা বানের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, জম্মু, কাঠুয়া, রাজৌরি, রিয়াসি, ডোডা, রামবান, কিশতওয়ার, সাম্বা এবং উধমপুরের অনেক স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝুঁকিপূর্ণ স্থানে মেঘভাঙা বৃষ্টি, হড়পা বান ও ভূমিধসের সম্ভাবনা সম্পর্কে সতর্ক করা হয়েছে।

এদিকে, ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪-৫ দিন উত্তর-পশ্চিম ভারতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আইএমডি পূর্বাভাস অনুসারে, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডেও আগামী দুই থেকে তিন দিন ভারী বৃষ্টিপাত হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা দাস




 

 rajesh pande