দ্বিতীয় হুগলি সেতু ফের বন্ধ, রবিবাসরীয় ছুটির দিনে ভোগান্তি
কলকাতা, ৩১ আগস্ট (হি.স.): গত রবিবারের মতো এই রবিবারও যান চলাচল বন্ধ রাখা হয়েছে দ্বিতীয় হুগলি সেতুতে। রবিবার ভোর থেকে শুরু হয়েছে রক্ষণাবেক্ষণের কাজ, চলবে রাত ৯টা পর্যন্ত। গত রবিবারের মতো এদিনও হুগলি রিভার্স ব্রিজ কমিশনার্স (এইচআরবিসি) দ্বিতীয় হুগলী
দ্বিতীয় হুগলি সেতু ফের বন্ধ, রবিবাসরীয় ছুটির দিনে ভোগান্তি


কলকাতা, ৩১ আগস্ট (হি.স.): গত রবিবারের মতো এই রবিবারও যান চলাচল বন্ধ রাখা হয়েছে দ্বিতীয় হুগলি সেতুতে। রবিবার ভোর থেকে শুরু হয়েছে রক্ষণাবেক্ষণের কাজ, চলবে রাত ৯টা পর্যন্ত। গত রবিবারের মতো এদিনও হুগলি রিভার্স ব্রিজ কমিশনার্স (এইচআরবিসি) দ্বিতীয় হুগলী সেতু বা বিদ্যাসাগর সেতুর কেবল মেরামতির কাজ করছে।

পাশাপাশি, সাঁতরাগাছি বাস টার্মিনাসের কাছে স্টিলের বিম বসানোর কাজ চলছে জাতীয় সড়ক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে। হাওড়া থেকে কলকাতাগামী এবং কলকাতা থেকে হাওড়াগামী গাড়িগুলিকে বিভিন্ন রুটে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। যাত্রী সুবিধার কথা মাথায় রেখে হাওড়া ব্রিজ সারাদিন খোলা থাকছে। রবিবার ছুটির দিন হলেও ভোগান্তিতে পড়েছেন অনেকেই।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা দাস




 

 rajesh pande