কলকাতা, ৩১ আগস্ট (হি.স.): কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আপাতত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির পরিমাণ কম থাকবে, ফলে বৃদ্ধি পাবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। তবে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহের শুরুতে বাংলায় ফিরতে পারে মৌসুমি অক্ষরেখা। তাই সপ্তাহের মাঝামাঝি, মঙ্গলবার থেকে বাড়তে পারে বৃষ্টি।
বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আগামী মঙ্গলবার মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের কাছাকাছি আসবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, নদিয়ায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় রয়েছে সেই সতর্কতা। উত্তরবঙ্গেও আগামী শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি চলবে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য বেশি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা দাস