উত্তর প্রদেশে পুলিশের হাতে গ্রেফতার এক দুষ্কৃতী
গৌতম বুদ্ধ নগর, ১ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ নগরে রবিবার রাতে পুলিশের হাতে গ্রেফতার এক দুষ্কৃতী। সোমবার এক পুলিশ আধিকারিক জানান, ধৃত দুষ্কৃতীর নাম সমীর। সে বুলন্দশহরের বাসিন্দা। দীর্ঘদিন ধরেই সমীর অপরাধজগতের সঙ্গে যুক্ত। ত
উত্তর প্রদেশে পুলিশের হাতে গ্রেফতার এক দুষ্কৃতী


গৌতম বুদ্ধ নগর, ১ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ নগরে রবিবার রাতে পুলিশের হাতে গ্রেফতার এক দুষ্কৃতী। সোমবার এক পুলিশ আধিকারিক জানান, ধৃত দুষ্কৃতীর নাম সমীর। সে বুলন্দশহরের বাসিন্দা। দীর্ঘদিন ধরেই সমীর অপরাধজগতের সঙ্গে যুক্ত। তার বিরুদ্ধে এর আগেও ৬টিরও বেশি মামলা দায়ের করা হয়েছে। তবে সম্প্রতি একটি ডাকাতির জন্য পুলিশের কাছে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তার নামে ২৫ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করা হয়।

রবিবার রাতে পুলিশ গৌতম বুদ্ধ নগরের সেক্টর ৩৯ থানার ১ নম্বর গেটের কাছে তল্লাশি চালাচ্ছিল। সেইসময় এক বাইক আরোহীকে দেখে পুলিশের সন্দেহ হয়। এরপর পুলিশ তাকে থামতে বললে সে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। পুলিশও তাকে লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। গুলিতে তার পা জখম হয়। এরপর পুলিশ তাকে গ্রেফতার করে ও চুরি যাওয়া মোবাইল, অবৈধ অস্ত্র এবং বাইকটি বাজেয়াপ্ত করে । চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande