সিউড়িতে বোমা ফেটে জখম এক যুবক
সিউড়ি, ৪ সেপ্টেম্বর (হি.স.): সিউড়িতে বোমা ফেটে জখম হলেন এক যুবক। ওই যুবকের নাম শেখ সালাউদ্দিন। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে সদাইপুর থানা এলাকার তুরুকবড়িহাটে। গ্রামটি সিউড়ি ১ ব্লকের ভূরকুনা গ্রাম পঞ্চায়েতের অধীন। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়ে
সিউড়িতে বোমা ফেটে জখম এক যুবক


সিউড়ি, ৪ সেপ্টেম্বর (হি.স.): সিউড়িতে বোমা ফেটে জখম হলেন এক যুবক। ওই যুবকের নাম শেখ সালাউদ্দিন। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে সদাইপুর থানা এলাকার তুরুকবড়িহাটে। গ্রামটি সিউড়ি ১ ব্লকের ভূরকুনা গ্রাম পঞ্চায়েতের অধীন। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় শাসকদলেরই দু'টি বিবদমান গোষ্ঠী আছে। শেখ সালাউদ্দিনের বাবার সঙ্গে অন্য গোষ্ঠীর সংঘাত লেগেই থাকে। সালাউদ্দিনদের বাড়িতে বোমা মজুত ছিল। সেসময়ই কোনওভাবে বোমা ফেটে যায় বলে প্রাথমিক অনুমান এলাকাবাসীদের।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande