কলকাতা, ৬ সেপ্টেম্বর (হি.স.): প্রকাশিত হলো নেতাজি গবেষক ডঃ জয়ন্ত চৌধুরীর লেখা 'বাংলাদেশ মুক্তিযুদ্ধের নেপথ্যে নেতাজী? শীর্ষক বইটি। শনিবার বিকেলে কলেজ স্ট্রিট কফি হাউজের দীপ প্রকাশনের শোরুমে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় বইটি। এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্য ভিউস এক্সপ্রেসের তথ্যচিত্র পরিচালক ও প্রধান সম্পাদক মৃন্ময় বন্দ্যোপাধ্যায়, দেশলোক-এর মুখ্য প্রকাশক নিখিল বঙ্গ কল্যাণ সমিতি ও সম্পাদক, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ও আশুতোষ মিউজিয়াম অফ ইন্ডিয়া আর্ট ডঃ দীপক বরপন্ডা, রাসবিহারী বসু রিসার্চ ব্যুরো-এর প্রতিষ্ঠাতা তপন ভট্টাচার্য, দীপ প্রকাশনীর সিইও সুকন্যা মন্ডল প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশের ঢাকা থেকে ডঃ সুব্রত ঘোষ, অধ্যাপক প্রবীর কুমার সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার।
অনুষ্ঠানটি শুরু হয় একটি সুন্দর গানের মাধ্যমে 'জাগাও পথিকে, ও যে ঘুমে অচেতন'। অনুষ্ঠানে বক্তাদের মধ্যে থেকে উঠে এলো বহু ঐতিহাসিক কথা, যা নেতাজী সুভাষচন্দ্র বসুর সঙ্গে সম্পর্কিত। লেখক জয়ন্ত চৌধুরী তাঁর বক্তব্যের মধ্য দিয়ে জানিয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলেই বাংলাদেশ মুক্তিযুদ্ধ ও নেতাজি সংক্রান্ত গোপন নথি ফাইল ধ্বংস করা হয়েছিল। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী মুজিবুর রহমান বলেছিলেন, নেতাজি বেঁচে আছেন, নইলে বাংলাদেশ স্বাধীন হতো না, আমি কলকাতায় গিয়ে জনসভায় সব বলব। কয়েক সপ্তাহ পরে ব্রিগেড ময়দানে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে দীর্ঘ বক্তব্য রাখলেও মুজিব কন্ঠে নেতাজীর নাম উচ্চারিত হয়নি। এমন নানা বিষয় লেখা আছে 'বাংলাদেশ মুক্তিযুদ্ধের নেপথ্যে নেতাজি?' বইয়ে। এই অনুষ্ঠানেই নেতাজি অনুরাগীদের লেখক জয়ন্ত চৌধুরী তথ্য প্রমাণ-সহ দেখান, বাংলাদেশ মুক্তিযুদ্ধে প্রকৃত সত্য কিভাবে গোপন করা হয়েছিল।
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন