কলকাতা, ৭ সেপ্টেম্বর (হি. স.) : রবিবার দক্ষিণ কলকাতার রিজেন্ট কলোনীতে গণধর্ষণের শিকার হওয়া নির্যাতিতার বাড়িতে কংগ্রেসের এক প্রতিনিধি দল পৌঁছেছে। ওই ঘটনায় অভিযুক্তরা প্রভাবশালী ও উচ্চবিত্ত পরিবারের। সুতরাং ক্ষমতাশালী মহল থেকে তাদের দোষ ঢাকতে ও অপরাধ আড়াল করার চেষ্টা হচ্ছে বলেও জোরদার অভিযোগ উঠেছে। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ জানান, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশেই এদিন সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়, কংগ্রেস নেতা শাজাহান দেওয়ান সহ অন্যান্য কংগ্রেস নেতারা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং সশরীরে উপস্থিত ছিলেন ঘটনাস্থলেই। এদিন এই ঘটনার প্রকৃত তদন্ত এবং ন্যায়-বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন তাদের সকলেই। কংগ্রেস প্রতিনিধি দলের পক্ষ থেকে পুলিশ ও প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তেরও দাবি এদিন জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত