তেলিয়ামুড়া (ত্রিপুরা), ৭ সেপ্টেম্বর (হি.স.) : দীর্ঘ ৩৫ বছরের সিপিআইএম ও কংগ্রেস প্রশাসনের সময় জনজাতি অধ্যুষিত এলাকায় বসবাসকারী মানুষজন সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। শিক্ষা ব্যবস্থার পাশাপাশি অন্যান্য মৌলিক চাহিদা পূরণে তারা বিশেষ সুবিধা পেতেন না। এই অভিযোগ করলেন ত্রিপুরারজনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মা।
বর্তমান সরকার জনজাতি অধ্যুষিত এলাকায় বসবাসকারীদের স্বার্থে একাধিক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার জারুলংবাড়িতে নতুনভাবে নির্মাণাধীন জনজাতি গেস্ট হাউস পরিদর্শন করেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। রবিবার বিকেল আনুমানিক চারটায় মন্ত্রী গেস্ট হাউসের কাজের গুণগত মান ও অগ্রগতির বিষয়ে খোঁজখবর নেন এবং দ্রুত কাজ সমাপ্ত করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্দেশ প্রদান করেন।
পরিদর্শনকালে মন্ত্রী জানান, “এই গেস্ট হাউসটি নির্মিত হলে দূর-দূরান্ত থেকে আসা মানুষজন স্বল্প খরচে থাকার সুবিধা ভোগ করতে পারবে। পূর্ববর্তী প্রশাসনের সময় এমন উদ্যোগের অভাব দেখা গেছে, যার কারণে জনজাতি অধ্যুষিত এলাকায় মানুষেরা মৌলিক সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। বর্তমান গেস্ট হাউসে অত্যাধুনিক ব্যবস্থাপনার পাশাপাশি সাশ্রয়ী মূল্যে থাকা ও খাবারের ব্যবস্থা থাকবে, যাতে সুবিধাভোগীরা সঠিকভাবে সেবা নিতে পারে।”
মন্ত্রী আরও বলেন, “বিগত সরকারের সময় প্রয়াত মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া জনজাতি অধ্যুষিত এলাকায় বসবাসকারীদের জন্য কার্যকর ভূমিকা গ্রহণ করেননি। ফলে শিক্ষা ও অন্যান্য মৌলিক চাহিদা থেকে তারা বঞ্চিত ছিলেন। বর্তমান প্রকল্পের মাধ্যমে আমরা সেই বৈষম্য দূর করতে এবং জনগণের সেবা নিশ্চিত করতে কাজ করছি।”
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ