আগ্নেয়াস্ত্র সহ ধৃত এক, পুলিশ হেফাজতে
কলকাতা, ৭ সেপ্টেম্বর (হি. স.): ভয় দেখানো ও আগ্নেয়াস্ত্র সঙ্গে রাখার অভিযোগে গ্রেফতার এক জন এবং তাঁকে পেশ করা হয়েছে আদালতে। ঘটনায় প্রকাশ, উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার মাটিয়া থানার পুলিশের কাছে একাধিকবার খবর পৌঁছেছে যে, মাটিয়া থানার চৈতা উত্তর ঘ
আগ্নেয়াস্ত্র সহ ধৃত এক, পুলিশ হেফাজতে


কলকাতা, ৭ সেপ্টেম্বর (হি. স.): ভয় দেখানো ও আগ্নেয়াস্ত্র সঙ্গে রাখার অভিযোগে গ্রেফতার এক জন এবং তাঁকে পেশ করা হয়েছে আদালতে। ঘটনায় প্রকাশ, উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার মাটিয়া থানার পুলিশের কাছে একাধিকবার খবর পৌঁছেছে যে, মাটিয়া থানার চৈতা উত্তর ঘোনা এলাকায় নাসির মন্ডল নামে এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকার মানুষদের অহেতুক কারণেই লাগাতর ভয় দেখিয়ে চলেছে। বেশ কিছুদিন যাবৎ ওই ঘটনা। এর পরিপ্রেক্ষিতেই রবিবার ভোরে মাটিয়া থানার পুলিশ ওই এলাকায় গিয়ে নাসির মন্ডলকে গ্রেপ্তার করে। যদিও তার কাছ থেকে সেই মুহূর্তে কোনও আগ্নেয়াস্ত্র তার কাছ থেকে উদ্ধার করতে পারে নি পুলিশ। এদিকে, ধৃতকে গ্রেফতারের পর এদিন পেশ করা হয়েছে বসিরহাট মহকুমা আদালতে। পরবর্তীতে জেরা করার জন্য পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande