(আপডেট) তেহট্টে নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার, গণধোলাইয়ে মৃত দম্পতি
নদিয়া, ৬ সেপ্টেম্বর, (হি.স.): শুক্রবার সন্ধ্যায় নিখোঁজ এক শিশুর দেহ শনিবার উদ্ধার হয় পুকুর থেকে। দেহ পাওয়া যায় বাড়ির পিছনের পুকুর থেকে৷ এই ঘটনায় প্রতিবেশীর বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে নাবালকের পরিবার৷ এর পর অভিযুক্তের বাড়িতে চড়াও হয় স্থানীয়রা৷ মৃ
(আপডেট) তেহট্টে নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার, গণধোলাইয়ে মৃত দম্পতি


নদিয়া, ৬ সেপ্টেম্বর, (হি.স.): শুক্রবার সন্ধ্যায় নিখোঁজ এক শিশুর দেহ শনিবার উদ্ধার হয় পুকুর থেকে। দেহ পাওয়া যায় বাড়ির পিছনের পুকুর থেকে৷ এই ঘটনায় প্রতিবেশীর বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে নাবালকের পরিবার৷ এর পর অভিযুক্তের বাড়িতে চড়াও হয় স্থানীয়রা৷ মৃত্যু হয় সন্দেহভাজন প্রতিবেশী ও তার স্ত্রীর৷ অভিযোগ, ওই প্রতিবেশী পাচারচক্রের সঙ্গে জড়িত৷

শুক্রবার সন্ধ্যায় সময় খেলতে গিয়ে আর বাড়ি ফেরেনি স্বর্ণাভ বিশ্বাস৷ সে নদিয়ার তেহট্টের নিশ্চিন্তপুরের তৃতীয় শ্রেণির ছাত্র৷ এলাকায় খোঁজাখুঁজির পরেও তাকে না-পেয়ে তেহট্ট থানায় অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা৷ শিশুর খোঁজ পেতে নিখোঁজ ডায়েরি করার সঙ্গে সামাজিক মাধ্যমে প্রচার চালানো হয়৷

অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ উত্তম ঘোষ শনিবার বলেন, ৮ বছর বয়সি স্বর্ণাভ বিশ্বাসের দেহ উদ্ধার করা হয়েছে৷ গতকাল থেকে সে নিখোঁজ ছিল৷ পুলিশ ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি৷ এই অবস্থায় খুনে সন্দেহভাজনদের উপর ক্ষোভ আছড়ে পড়ে৷ তাদের মারধর করা হয়৷

এই ঘটনায় খুনের মামলা দায়ের হবে কি না, এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, শিশুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ সেই রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ বলতে পারব।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande