আসানসোল-বারাণসী-আসানসোল ‘মেমু’ এক্সপ্রেসের অতিরিক্ত স্টপেজ
কলকাতা, ৬ সেপ্টেম্বর, (হি.স.): পিতৃপক্ষ মেলা উপলক্ষে শনিবার থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত পূর্ব মধ্য রেলওয়ের অনুগ্রহ নারায়ণ স্নান ঘাট স্টেশনে 13553/13554 আসানসোল-বারানসি-আসানসোল মেমু এক্সপ্রেসের ২ মিনিটের জন্য অস্থায়ী স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে
আসানসোল-বারাণসী-আসানসোল ‘মেমু’ এক্সপ্রেসের অতিরিক্ত স্টপেজ


কলকাতা, ৬ সেপ্টেম্বর, (হি.স.): পিতৃপক্ষ মেলা উপলক্ষে শনিবার থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত পূর্ব মধ্য রেলওয়ের অনুগ্রহ নারায়ণ স্নান ঘাট স্টেশনে 13553/13554 আসানসোল-বারানসি-আসানসোল মেমু এক্সপ্রেসের ২ মিনিটের জন্য অস্থায়ী স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

পূর্ব রেলের প্রেস বিজ্ঞপ্তিতে এখবর জানানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande