গাজোল, ৬ সেপ্টেম্বর (হি. স.): শনিবার পান্ডুয়া চক্রের প্রাথমিক বিদ্যালয়গুলিকে ছুটি দিয়ে গাজোলের একটি লজে পালন করা হল শিক্ষক দিবসের অনুষ্ঠান। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক।
এদিন দুপুর বারোটা নাগাদ দেখা যায় বরিজপুর প্রাথমিক বিদ্যালয়টি বন্ধ। বিষয়টি নিয়ে খোঁজখবর করতেই জানা যায়, সকালে একজন শিক্ষিকা এসেছিলেন। কিন্তু তিনি পড়ুয়াদের মিড-ডে মিল খাইয়ে চলে গিয়েছেন। পরে সূত্র মারফত জানা যায়, দুপুর থেকে গাজোলের একটি লজে শিক্ষক দিবসের অনুষ্ঠান করা হচ্ছে। আর সেখানেই যোগ দিয়েছেন পান্ডুয়া চক্রের বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা।
বরিজপুর প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক পড়ুয়া বলে, ‘একজন দিদিমণি শুধুমাত্র এসেছিলেন। তিনি আমাদের ডাল, ভাত আর আলু সেদ্ধ খাইয়ে চলে গিয়েছেন। আজ আমরা ১৮ জন এসেছিলাম। কিন্তু পড়াশোনা কিছুই হয়নি।’
এদিকে, বিদ্যালয়ের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করেছেন গ্রামেরই এক বাসিন্দা। তিনি বলেন, ‘এই বিদ্যালয়ের পরিস্থিতি খুব খারাপ। ঠিকমতো পড়াশোনা হয় না। মিড-ডে মিলের খাবারও ঠিকমতো দেওয়া হয় না। সরকারি স্কুলে বইখাতা, ড্রেস দেওয়া হচ্ছে, বিনা পয়সায় পড়ানো হচ্ছে, তবুও কেন ছেলেমেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে না পাঠিয়ে টাকা দিয়ে নার্সারি স্কুলে পড়াচ্ছে বাবা-মায়েরা, তা সরকারের ভেবে দেখা দরকার।’ জেলা প্রাথমিক বিদ্যালয় পর্ষদের সভাপতি বাসন্তী বর্মন বিষয়টি নিয়ে খোঁজখবর নেবেন বলে জানিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি