লালবাগ, ১ সেপ্টেম্বর (হি. স.) : মুর্শিদাবাদের ভারত-বাংলাদেশ সীমান্ত ঘেঁষা ভাঙন কবলিত এলাকা দিয়ে অনুপ্রবেশের অভিযোগে পুলিশের হাতে ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী ও ভারতীয় এজেন্ট । এই ঘটনায় ব্যাপক শোরগোল ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদের লালবাগ মহকুমার অন্তর্গত লালগোলা এলাকায়। সোমবার ধৃতদের লালবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৪ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
জানা গিয়েছে, ধৃত বাংলাদেশির নাম ইসমাইল শেখ। বাড়ি বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ জেলার হাকিমপুরে। ওই বাংলাদেশিকে জেরা করে আনারুল হক নামে ওই ভারতীয় এজেন্টকেও পুলিশ গ্রেফতার করে।
পুলিশ সূত্রে খবর, দিন কয়েক আগে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করেছিল ওই বাংলাদেশি। তারপর স্থানীয় বাসিন্দা আনারুল হকের বাড়িতে আশ্রয় নিয়েছিল। আনারুলের বাড়িতে বাংলাদেশি অনুপ্রবেশকারীর আশ্রয় নেওয়ার খবর গোপন সূত্র মারফত পুলিশের কাছে পৌঁছায়। এরপরই অভিযান চালিয়ে ইসমাইলকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে গ্রেফতার করা হয় আনারুলকে। এদিন ধৃতদের লালবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৪ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি