হিলকার্ট রোড ব্যবসায়ী সমিতির ৩৭ তম বর্ষে সবুজায়ন কর্মসূচি
কলকাতা, ১২ সেপ্টেম্বর (হি. স.) : সবুজায়নের মূল লক্ষ্য নিয়েই বিরাট কর্মযজ্ঞ। এর পরিপ্রেক্ষিতেই শুক্রবার শিলিগুড়ির হিলকার্ট রোড ব্যবসায়ী সমিতির তরফ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উদ্যোক্তারা জানান, চলতি বছরে তাদের ওই সবুজ পরিবেশ গড়ে তো
হিলকার্ট রোড ব্যবসায়ী সমিতির সবুজায়ন কর্মসূচি


কলকাতা, ১২ সেপ্টেম্বর (হি. স.) : সবুজায়নের মূল লক্ষ্য নিয়েই বিরাট কর্মযজ্ঞ। এর পরিপ্রেক্ষিতেই শুক্রবার শিলিগুড়ির হিলকার্ট রোড ব্যবসায়ী সমিতির তরফ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

উদ্যোক্তারা জানান, চলতি বছরে তাদের ওই সবুজ পরিবেশ গড়ে তোলার যে পরিকল্পনা সেই অনুযায়ী ওই কর্মসূচি ৩৭ তম বছরে পদার্পণ করল। হিল কার্ট রোড ব্যবসায়ী সমিতির তরফ থেকেই এদিন মোট ৩৭ টি গাছের চারা লাগানো হয়েছে। সংশ্লিষ্ট সমিতির তরফ থেকে আরো জানানো হয়েছে যে, শুধু মাত্র গাছ লাগানো নয়। পরবর্তী পর্যায়ে এগুলিকে নিয়মিত ও যথাযথভাবে দেখাশোনা ও রক্ষা করা একান্ত কর্তব্য এবং তার জন্যে রয়েছে তাদের নজরদারি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande