কাশ্মীরে শান্তি ফিরে আসলে মণিপুরেও তা সম্ভব, প্রতিক্রিয়া দিলীপ ঘোষের
কলকাতা, ১৩ সেপ্টেম্বর (হি.স.): মণিপুরের জনগণ শান্তি চায়। প্রধানমন্ত্রীর সফর সেখানকার জনগণের পাশাপাশি সশস্ত্র বাহিনীর মনোবলকে আরও বাড়িয়ে তুলবে। এমনটাই মন্তব্য করলেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, জম্মু ও কাশ্মীরে যদি শান্তি ফিরে আসে, তাহলে মণিপুরের ক্ষেত্রে
দিলীপ ঘোষ


কলকাতা, ১৩ সেপ্টেম্বর (হি.স.): মণিপুরের জনগণ শান্তি চায়। প্রধানমন্ত্রীর সফর সেখানকার জনগণের পাশাপাশি সশস্ত্র বাহিনীর মনোবলকে আরও বাড়িয়ে তুলবে। এমনটাই মন্তব্য করলেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, জম্মু ও কাশ্মীরে যদি শান্তি ফিরে আসে, তাহলে মণিপুরের ক্ষেত্রেও তা সম্ভব।

প্রধানমন্ত্রী মোদীর মণিপুর ও মিজোরাম সফর নিয়ে বিরোধীদের প্রশ্ন তোলার প্রতিক্রিয়ায় বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, যারা এখন বিরোধিতা করছেন তাঁদের দেশে গঠনমূলক কিছু করার নেই। প্রধানমন্ত্রী মোদী কাজ করছেন এবং তাঁরা মোদীজির বিরোধিতা করছেন। দেশে এবং বিদেশে সর্বত্রই এমনটি ঘটে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande