তামাক মুক্ত ত্রিপুরা গঠনের বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
আগরতলা, ১২ সেপ্টেম্বর (হি. স.) : শুক্রবার আগরতলয় প্যালেস কম্পাউন্ডস্থিত জাতীয় স্বাস্থ্য মিশনের কনফারেন্স হলে একদিনের রাজ্যভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা সাজু বাহিদ এ। পাওয়ার পয়েন্ট প্রেজে
তামাক মুক্ত ত্রিপুরা গঠনের বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত


আগরতলা, ১২ সেপ্টেম্বর (হি. স.) : শুক্রবার আগরতলয় প্যালেস কম্পাউন্ডস্থিত জাতীয় স্বাস্থ্য মিশনের কনফারেন্স হলে একদিনের রাজ্যভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা সাজু বাহিদ এ।

পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন-এর মাধ্যমে কর্মশালার সূচনা করেন 'অ্যালায়েন্স ফর টোবাকো ফ্রি ত্রিপুরা'- কনভেনার ডাঃ সুজিত ঘোষ। বিভিন্ন দফতরের সাথে যৌথ উদ্যোগে তামাক মুক্ত ত্রিপুরা গঠনের বিষয়ে কর্মশালায় আলোচনা করা হয়।

কর্মশালায় আলোচনায় অংশ নিয়ে ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা দফতরের এই উদ্যোগকে স্বাগতম জানান। তিনি তামাক মুক্ত ত্রিপুরা গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বর্তমান প্রজন্মের স্বার্থে চাইন্ড ম্যারেজ ও মাদকাশক্তি প্রতিরোধে আরও জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানান। এ বিষয়গুলি বিদ্যালয়স্তরের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার জন্য তিনি গুরুত্ব আরোপ করেন।

আলোচনায় অংশ নিয়ে চাইন্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপার্সন অ্যাডভোকেট অস্মিতা বণিক তামাক মুক্ত ত্রিপুরা গঠনে বিভিন্ন দফতরকে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করার আহ্বান জানান। তিনি এ বিষয়ে সামাজিক সচেতনতা আরও বাড়ানোর প্রতি অনুরোধ জানান।

মিশন অধিকর্তা সাজু বাহিদ এ আলোচনায় অংশ নিয়ে বলেন, তামাক মুক্ত ত্রিপুরা গড়ার জন্য চাই সকল দফতর ও সব অংশের মানুষের সহযোগিতা। কর্মশালায় আলোচনায় অংশ নিয়ে নরসিংগড়স্থিত জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা 'অ্যালায়েন্স ফর টোবাকো ফ্রি ত্রিপুরা'-র চেয়ারপার্সন অধ্যাপক যোগেশ প্রতাপ সিং তামাক নিয়ন্ত্রণ বিধি ২০০৩ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তামাক নিয়ন্ত্রণে ভলান্টারী হেলথ এসোসিয়েশন অফ ত্রিপুরা-র কর্মধারা বিষয়ে আলোকপাত করেন।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande