এডি নগর পুলিশ লেন কোয়ার্টার কমপ্লেক্স পরিদর্শন করলেন আগরতলার মেয়র
আগরতলা, ১২ সেপ্টেম্বর (হি.স.) : আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার শুক্রবার এডি নগর পুলিশ লেন কোয়ার্টার কমপ্লেক্স পরিদর্শন করেন। পুলিশ বাহিনীর জন্য অবকাঠামোগত সহায়তার উপর জোর দেন তিনি। পরিদর্শনকালে, তিনি ত্রিপুরার পুলিশ কর্মীদের নিরলস নিষ্ঠার প্র
মেয়র দীপক মজুমদার


আগরতলা, ১২ সেপ্টেম্বর (হি.স.) : আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার শুক্রবার এডি নগর পুলিশ লেন কোয়ার্টার কমপ্লেক্স পরিদর্শন করেন। পুলিশ বাহিনীর জন্য অবকাঠামোগত সহায়তার উপর জোর দেন তিনি। পরিদর্শনকালে, তিনি ত্রিপুরার পুলিশ কর্মীদের নিরলস নিষ্ঠার প্রশংসা করেন, যারা জনসাধারণের সেবায় দিনরাত অক্লান্ত পরিশ্রম করেন।

মেয়র দীপক মজুমদার বলেন, পরিদর্শনের উদ্দেশ্য ছিল উন্নত সুযোগ-সুবিধা এবং অবকাঠামোর মাধ্যমে সরকার কীভাবে পুলিশকে আরও উন্নত করতে পারে তা অন্বেষণ করা। তিনি জোর দিয়ে বলেন, আইন প্রয়োগকারী সংস্থার জন্য উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করা প্রশাসনের অগ্রাধিকার।

পরিদর্শনের পর, মেয়র ঘোষণা করেন রাস্তার অবস্থার সমাধানের জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হবে। পূর্ত দফতরের কর্মকর্তাদের সাথে সমন্বয় করে রাস্তাটি অস্থায়ী মেরামত শুরু করা হবে। তিনি আরও আশ্বাস দেন আসন্ন দুর্গাপূজা উৎসবের পরে রাস্তাটির ব্যাপক সংস্কার করা হবে।

পরিদর্শনে ডেপুটি মেয়র মানিকা দাস দত্ত এবং ট্রাফিক পুলিশ সুপার মানিক দাস সহ বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন। তাছাড়া প্রশাসনিক কর্মকর্তারাও ছিলেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande