লন্ডন, ১৪ সেপ্টেম্বর(হি.স.): শনিবার জিটেক কমিউনিটি স্টেডিয়ামে স্বাগতিক ব্রেন্টফোর্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে চেলসি। চেলসির পক্ষে পালমার ও কাইসেডো গোল করেন। ব্রেন্টফোর্ডের পক্ষে গোল করেন কেভিন শ্যাডে ও ফাবিও কারভালহো।
চেলসি বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও প্রথম গোল তারা হজম করে। ১৬টি শটের ৬টি লক্ষ্যে রেখেছিল চেলসি। বিপরীতে ব্রেন্টফোর্ড ৭ শটের ৪টি লক্ষ্যে রাখতে পেরেছিল।
প্রথমার্ধের ৩৫ মিনিটে শ্যাডে গোল করে ব্রেন্টফোর্ডকে লিড এনে দেন। দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে পালমারের গোলে সমতায় ফেরে চেলসি । ৮৫ মিনিটে ব্যবধান বাড়ান কাইসেডো।
২-১এ এগিয়ে থেকেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি চেলসি। ৯৩ মিনিটে গোল করে ব্রেন্টফোর্ডকে ১ পয়েন্ট এনে দেন কারভালহো।
চার ম্যাচ শেষে ৮ পয়েন্ট নিয়ে চেলসি পঞ্চম স্থানে রয়েছে এবং এই সপ্তাহেই চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের সঙ্গে খেলবে তারা। এরপর ঘরোয়া প্রতিযোগিতায় ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে। ব্রেন্টফোর্ড আছে ১২ নম্বরে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি