পাকিস্তানের বিরুদ্ধে দাপুটে জয় পেল ভারত
দুবাই, ১৫ সেপ্টেম্বর(হি.স.): এশিয়া কাপের ম্যাচে সালমান আগার দল পাত্তাই পেল না ভারতের কাছে। সূর্যকুমার যাদবের দল ২৫ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় পেল। রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভলো করেনি পাকিস্তান। প্রথম ২ ও
পাকিস্তানের বিরুদ্ধে দাপুটে জয় পেলো ভারত


দুবাই, ১৫ সেপ্টেম্বর(হি.স.): এশিয়া কাপের ম্যাচে সালমান আগার দল পাত্তাই পেল না ভারতের কাছে। সূর্যকুমার যাদবের দল ২৫ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় পেল।

রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভলো করেনি পাকিস্তান। প্রথম ২ ওভারেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। শেষদিকে শাহিন আফ্রিদির দারুন ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান তোলে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে সেই লক্ষ্য সহজেই টপকে যায় ভারত।

লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল ভারত। কিন্তু হঠাৎই ভালো খেলতে খেলতে শুভমন গিল আউট হয়ে যান দলীয় ২২ রানের মাথায়l শুভমান ৭ বলে ১০ রান করেন।

ইনিংসের চতুর্থ ওভারে অভিষেক শর্মাকে ফেরান সাইম আইয়ুব। বড় শট খেলতে গিয়ে ফাহিম আশরাফের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাঁ-হাতি এই ওপেনার। তার ব্যাট থেকে আসে ১৩ বলে ৩১ রান।

এরপর দলকে জয়ের পথে এগিয়ে নিতে থাকেন সূর্যকুমার যাদব ও তিলক ভার্মা। তবে দলীয় ৯৭ রানের মাথায় সাইয়ুব আইয়ুবের বলে বোল্ড হন।৩১ বলে ৩১ রান করেন তিনি। এরপর শিভম ‍দুবেকে নিয়ে জয়ের আনুষ্ঠানিকতা সারেন অধিনায়ক সূর্যকুমার যাদব।

এদিন পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেন মহম্মদ নাওয়াজl ৪৪ বলে ৪০ রান করা শাহিবজাদা ফারহানকে ফেরান কুলদীপ যাদব।

আর শেষদিকে ১৬ বলে ৩৩ রানের অপরাজিত ইনিংস খেলেন শাহিন আফ্রিদি।

ভারতের হয়ে কুলদীপ যাদব নেন ৩ উইকেট। ২টি উইকেট শিকার করেন বুমরাহ ও অক্ষর প্যাটেল। ভরুণ ও হার্দিক নিয়েছেন ১টি করে উইকেট।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande