মুম্বই, ১৪ সেপ্টেম্বর(হি.স.): ৫০ ওভারের মহিলা বিশ্বকাপ ২০২৫ শুরু হতে দুই সপ্তাহের কিছু বেশি সময় বাকি থাকায়, ভারত এবং অস্ট্রেলিয়া রবিবার মুল্লানপুরের মহারাজা যাদবীন্দ্র সিং পিসিএ স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে আন্তর্জাতিক সিরিজের প্রথম ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। উইমেন ইন ব্লু যখন ইংল্যান্ড সফরের সফলতার পর আসছে, তখন অস্ট্রেলিয়ানরা জানুয়ারিতে মহিলাদের অ্যাশেজের পর তাদের প্রথম ওয়ানডে খেলবে।
একদিনের আন্তর্জাতিকে ভারত মহিলা বনাম অস্ট্রেলিয়া মুখোমুখি রেকর্ড :
খেলা হয়েছে : ৫৬টি
ভারতের জয়: ১০টি
অস্ট্রেলিয়ার জয়: ৪৬টি
শেষ ফলাফল: অস্ট্রেলিয়া ৮৩ রানে জয়ী (১১ ডিসেম্বর, ২০২৪)।
ভারতে একদিনের আন্তর্জাতিকে ভারত মহিলা বনাম অস্ট্রেলিয়া মুখোমুখি:
খেলা হয়েছে: ২৪টি
ভারতের জয়: ৪টি
অস্ট্রেলিয়ার জয়: ২০টি
শেষ ফলাফল: অস্ট্রেলিয়া ১৯০ রানে জয়ী (২ জানুয়ারী, ২০২৪)।
অস্ট্রেলিয়া বনাম ভারতের মহিলা ক্রিকেট দলের ওয়ানডেতে সর্বোচ্চ রান:
*মিতালি রাজ (ভারত):
ইনিংস: ৩৭, রান : ১১২৩ সর্বোচ্চ রান:৮৯
*কারেন রোল্টন (অস্ট্রেলিয়া): ইনিংস :২৪, রান :৯২৪, সর্বোচ্চ রান: ১০৭*
*অ্যালেক্স ব্ল্যাকওয়েল (অস্ট্রেলিয়া):
ইনিংস :২৫, রান : ৮৮১, সর্বোচ্চ রান: ১১৪
ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের মহিলাদের সর্বোচ্চ উইকেট শিকারী:
*লিসা স্থালেকার (অস্ট্রেলিয়া) ইনিংস :২৬, উইকেট : ৩৬টি, সেরা সাফল্য:৪/২০
*এলিস পেরি (অস্ট্রেলিয়া): ইনিংস:২৩, উইকেট : ৩২টি, সেরা সাফল্য : ৫/১৯
*ঝুলন গোস্বামী (ভারত) :
ইনিংস :৩৩, উইকেট: ৩০, সেরা সাফল্য : ৩/৬l
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি