নানুর, ১৫ সেপ্টেম্বর (হি.স.): দু’টি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই চালকের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও দুই আরোহী। ঘটনাটি ঘটেছে নানুর থানার গানপুর সংলগ্ন বাদশাহী রাজ্য সড়কে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম শেখ তাহের ও রাজু দাস।
জানা গিয়েছে, শেখ তাহের মোটরবাইকে নতুনগ্রামের দিকে যাচ্ছিলেন শেখ আব্দুল্লাকে সঙ্গে নিয়ে। অন্য দিকে, রাজু উল্টো দিক থেকে আসছিলেন রাম দাসকে নিয়ে। গানপুরে দু’টি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দুই বাইক চালকেরই মৃত্যু হয়। আহত দু’জনকে প্রথমে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দু’জনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ