ছাত্রী মৃত্যুর ঘটনায় নয়া মোড়, খুনের অভিযোগ দায়ের, তলব ৩ জনকে
কলকাতা, ১৫ সেপ্টেম্বর, (হি.স.): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মৃত্যুর ঘটনায় খুনের রুজু করে তদন্ত শুরু করে দিল পুলিশ। মৃত ছাত্রীর বাবা যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই এবার খুনের মামলার রুজু করে এগো
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মৃত্যু


কলকাতা, ১৫ সেপ্টেম্বর, (হি.স.): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মৃত্যুর ঘটনায় খুনের রুজু করে তদন্ত শুরু করে দিল পুলিশ। মৃত ছাত্রীর বাবা যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই এবার খুনের মামলার রুজু করে এগোচ্ছে তদন্তের কাজ।

সোমবার মৃত ছাত্রীর বাবা লালবাজারে গিয়ে পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে অভিযোগ দায়ের করেন, মেয়েকে খুন করা হয়েছে বলে আশঙ্কা তাঁর। এদিন পুলিশ কমিশনারকে মেয়ের মৃত্যুর উপযুক্ত তদন্তের আর্জি জানিয়েছে মৃতের পরিবার।

মৃতার বাবা সাংবাদিকদের কাছেও আশঙ্কা প্রকাশ করে বলেন, ''মেয়েকে ঝিলে ঠেলে ফেলে দেওয়া হতে পারে। পুলিশও মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই মৃত ছাত্রীর তিন বন্ধুকে তলব করেছে পুলিশ।

প্রসঙ্গত, সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠান চলাকালীন বিশ্ববিদ্যালয়ের ৪ নং গেটের কাছে একটি ঝিলে পড়ে গিয়ে মৃত্যু হয় যাদবপুরের তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের। তবে নেহাতই দুর্ঘটনা, নাকি এই মৃত্যুর নেপথ্যে গভীর ষড়যন্ত্র? তা এখনও স্পষ্ট হয়নি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande