মাছ ধরা নিয়ে গোলমালে মামা খুন, ভাগ্নে গ্রেফতার
কলকাতা, ১৫ সেপ্টেম্বর (হি. স.) : ভাগ্নের হাতে মামা খুন। মাছ ধরা নিয়েই তাদের মধ্যে গোলমাল। ওই গন্ডগোলের জেরেই খুন, গ্রেফতার ভাগ্নে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম - তুফান মন্ডল (২৮)। ঘটনায় প্রকাশ, বসিরহাট থানা এলাকার তেঘরিয়ার ঘটনা। উল্লেখ্য, রবিবার রাত
মাছ ধরা নিয়ে গোলমালে মামা খুন, ভাগ্নে গ্রেফতার


কলকাতা, ১৫ সেপ্টেম্বর (হি. স.) : ভাগ্নের হাতে মামা খুন। মাছ ধরা নিয়েই তাদের মধ্যে গোলমাল। ওই গন্ডগোলের জেরেই খুন, গ্রেফতার ভাগ্নে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম - তুফান মন্ডল (২৮)। ঘটনায় প্রকাশ, বসিরহাট থানা এলাকার তেঘরিয়ার ঘটনা। উল্লেখ্য, রবিবার রাতে তেঘরিয়া এলাকায় তুফান মন্ডল বাড়ি ফিরছিলেন। সেই সময় তুফান মন্ডলকে তার ভাগ্নে - জিৎ মন্ডল রাতের অন্ধকারে পিছন থেকে ভারি জিনিস দিয়ে আঘাত করে ও রাস্তার উপরে সে লুটিয়ে পড়ে। এরপর জিৎ মন্ডল ইঁট দিয়ে মাথায় পরপর আঘাত করতে থাকে। এরপর তুফান মন্ডল নিথর হয়ে গেলে ঘটনাস্থল থেকে জিৎ মন্ডল পালিয়ে যায়। এলাকার পথ চলতি মানুষ তুফান মন্ডলকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে প্রথমেই বসিরহাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া গেলে ডাক্তারেরা মৃত বলে ঘোষণা করেছে।

এরপর বসিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে যায়। সোমবার তদন্ত শুরু করে ও জিৎ মন্ডলকে দীর্ঘক্ষণ জেরা করার পর তাকে এদিন গ্রেফতার করেছে। ওই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। অন্যদিকে, অভিযুক্ত জিৎ মন্ডল এর বাবা তার ছেলের শাস্তির দাবি করেছে। তার দাবি ছেলে অন্যায় করেছে অন্যায়ের শাস্তি সে পাক ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande