আগরতলা, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : উপযুক্ত পরিকাঠামো তৈরী করে কোন রাজ্য বা দেশকে উন্নয়নের সঠিক পথে নিয়ে যেতে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রয়োজন অনুযায়ী সুন্দর, আধুনিক পরিকাঠামো নির্মাণ করে রাজ্য এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সোমবার প্রজ্ঞাভবনে ৫৮-তম ইঞ্জিনীয়ার্স ডে উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা একথা বলেন।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে উন্নয়নের কাজে বিভিন্ন ক্ষেত্রে আধুনিক টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। সেক্ষেত্রে আমাদের দেশও পিছিয়ে নেই। উদ্ভাবনী টেকনোলজি ব্যবহার করে আমাদের দেশ মহাকাশ গবেষণা থেকে শুরু করে প্রতিরক্ষা ক্ষেত্রে পৃথিবীতে শীর্ষস্থানে অবস্থান করছে। তা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আন্তরিক প্রচেষ্টা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য। প্রধানমন্ত্রী উদ্ভাবনী প্রযুক্তি ও দক্ষতা বৃদ্ধির উপর সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। ভারত ইতিমধ্যেই অর্থনৈতিকভাবে চতুর্থ স্থানে উঠে এসেছে।
মুখ্যমন্ত্রী বলেন, আমাদের রাজ্যেও বিভিন্ন উন্নয়নমূলক কাজে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। বিধানসভা থেকে শুরু করে পঞ্চায়েতস্তর পর্যন্ত ই-অফিস পরিষেবা চালু করা হয়েছে। রাজ্যের বিভিন্ন পরিকাঠামো উন্নয়নের কাজে বিশেষ করে কৃষি, স্বাস্থ্য, বিদ্যুৎ পরিষেবা প্রভৃতি ক্ষেত্রে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এয়ারটেল উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সর্ববৃহৎ ডাটা সেন্টার ত্রিপুরাতেই স্থাপন করতে চলেছে। ইঞ্জিনীয়ার্স ডে উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী ইঞ্জিনীয়ারদের শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্যসচিব জে কে সিনহা, বিদ্যুৎ দফতরের সচিব অভিষেক সিং, পূর্ত দফতরের সচিব কিরণ গিত্যে, ইনস্টিটিউট অব ইঞ্জিনীয়ার্স ত্রিপুরা শাখার চেয়ারম্যান পরমানন্দ সরকার ব্যানার্জী, পূর্ত দফতরের মুখ্য বাস্তুকার রাজীব দেববর্মা প্রমুখ।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das