আগরতলা, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর দেশব্যাপী আহ্বানের সাথে সামঞ্জস্য রেখে, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ‘ভোট চোর গদি ছোড়' প্রচারণার তৃতীয় পর্ব শুরু করেছে। যার লক্ষ্য নির্বাচনী জালিয়াতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করা এবং ভারতের নির্বাচন কমিশনের কাছে স্বচ্ছতা দাবি করা।
সোমবার আগরতলায় পোস্ট অফিস চৌমুহনীতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়, সেখানে স্বাক্ষর সংগ্রহের একটি উদ্যোগ শুরু করা হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী, প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।
২০২৫ সালের আগস্টে মশাল মিছিলের মাধ্যমে ভারতজুড়ে শুরু হওয়া এই প্রচারণায় ত্রিপুরায় ব্যাপক অংশগ্রহণ দেখা গেছে সমাবেশ, জনসভা এবং সমস্ত সাংগঠনিক ব্লকে তৃণমূল পর্যায়ের কর্মীদের একত্রিত করার মাধ্যমে। কংগ্রেসের অভিযোগ, ক্ষমতাসীন বিজেপি কর্তৃক নিয়মতান্ত্রিক ভোট চুরি, নির্বাচন কমিশনের কর্তৃত্বের অপব্যবহারের মাধ্যমে ভোট চুরির বিষয়টি সম্পর্কে নাগরিকদের সচেতন করার উপর জোর দেওয়া হচ্ছে।
আশীষ সাহা ঘোষণা করেছেন, দল সারা ভারত জুড়ে নাগরিকদের কাছ থেকে পাঁচ কোটি স্বাক্ষর সংগ্রহ করার লক্ষ্য নিয়েছে। সংস্কার ও জবাবদিহিতার দাবিতে এগুলি ভারতের রাষ্ট্রপতি এবং নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হবে। তিনি বর্তমান নির্বাচনী কাঠামোর তীব্র সমালোচনা করে বলেন, 'ভোট চোরি ‘এক ব্যক্তি, এক ভোট’-এর মূল ধারণার উপর আক্রমণ। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য একটি পরিষ্কার ভোটার তালিকা অপরিহার্য।” তিনি আরও দাবি করেন নির্বাচন কমিশন ডিজিটাল ভোটার তালিকা প্রকাশ করুক যাতে জনসাধারণ এবং দলীয় নেতৃত্বাধীন নিরীক্ষা সম্ভব হয়, স্বচ্ছতা নিশ্চিত করা যায় এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আস্থা পুনরুদ্ধার করা যায়।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das