ক্রীড়ামন্ত্রী টিংকু রায়ের সভাপতিত্বে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আগরতলা, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : ক্রীড়ামন্ত্রী টিংকু রায়ের সভাপতিত্বে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার আগরতলায় শহীদ ভগৎ সিং যুব আবাসের কনফারেন্স হলে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত
প্রস্তুতি সভা


আগরতলা, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : ক্রীড়ামন্ত্রী টিংকু রায়ের সভাপতিত্বে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার আগরতলায় শহীদ ভগৎ সিং যুব আবাসের কনফারেন্স হলে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের আর্থিক সহায়তায় এবং রাজা যুব বিষয়ক ও ক্রীড়া দফতরের উদ্যোগে এই যুব দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।

রাজ্যে কালচারেল এবং ইনোভেশন ট্র্যাক এবং বিকশিত ভারত চ্যালেঞ্জ ট্র্যাক এই দুটি ট্র্যাকে জেলা ও রাজ্যভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রস্তুতি সভায় পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ, উনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, খোয়াহ জিলা পরিষদের সহকারী সভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী, অধিকর্তা এল ডার্লং সহ বিভিন্ন দফতরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

আলোচনায় অংশ নিয়ে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায় বলেন, ভারত সরকার ২০৪৭ সালের মধ্যে দেশকে বিকশিত ভারত হিসেবে গড়ার উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে এই জাতীয় যুব দিবস আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। ক্রীড়ামন্ত্রী বলেন, জাতীয় যুব দিবস উপলক্ষ্যে প্রত্যেক জেলায় (পশ্চিম জেলা বাদ দিয়ে) আগামী ২৩ সেপ্টেম্বর জেলাভিত্তিক র‍্যালির আয়োজন করা হবে। আগামী ২১ অক্টোবর রাজ্যভিত্তিক নমো ম্যারাথন র‍্যালি আয়োজন করা হবে।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande