কলকাতা, ১৫ অক্টোবর (হি.স.) : ইডেন গার্ডেন্সে সোমবার শেষ হল দলবদল। দ্য ক্রিকেট আ্যসোসিয়েশন অফ বেঙ্গল এর উদ্যোগে ২০২৫-২০২৬ আর্থিক বর্ষে ক্রিকেটারদের মধ্যেই তা শেষ হয়েছে। সিএবি-র সূত্রে জানা গিয়েছে যে - প্রথম ও দ্বিতীয় ডিভিশনে এপর্যন্ত ২,৪৯৮ এবছর নাম লিখিয়েছেন। এর মধ্যেই আবার উল্লেখযোগ্য দলবদলও রয়ে গিয়েছে। একদল ছেড়ে অন্য দলে চলে যাওয়া খেলোয়াড় ও যেমন অংশগ্রহণ করে। উল্লেখ্য, চলতি মাসের প্রথম দিন থেকেই ঘরোয়া ক্রিকেটে দলবদল শুরু হয় বলে জানানো হয়েছে। এই বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি-র তরফে এদিন তা শেষ হল।প্রসঙ্গত, গত ১৩ দিনের ব্যবধানে প্রায় আড়াই হাজারের কাছাকাছি ক্রিকেট খেলোয়াড় সিএবি-র খাতায় নাম নথিভুক্ত করেছে। এদিন ছিল সমাপ্তি দিবস। সুতরাং ১৫১ জন সোমবার সমাপ্তি পর্বের দিনেই উপস্থিত ছিল ও সিএবি-র খাতায় নাম নথিভুক্ত করে ।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত