পাটনা, ১৬ সেপ্টেম্বর (হি.স.): বিহার অধিকার যাত্রা শুরু করলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। মঙ্গলবার জেহানাবাদ থেকে শুরু হয়েছে বিহার অধিকার যাত্রা, যা আগামী ২০ সেপ্টেম্বর বৈশালীতে শেষ হবে।
তেজস্বী যাদব এদিন বলেছেন, আমরা 'বিহার অধিকার যাত্রা'-র জন্য রওনা হচ্ছি এবং আমরা বাদ পড়া বাকি জেলাগুলিতে যাব। নতুন বিহার গড়ার নতুন সংকল্প নিয়ে, বেকারত্ব, মুদ্রাস্ফীতি ও দারিদ্র দূর করতে, কৃষক ও শ্রমিকদের সম্মানের জন্য, মা-বোনের নিরাপত্তার জন্য এবং বিহারে কারখানা ও শিল্প স্থাপনের সংকল্প নিয়ে আমরা এই যাত্রা শুরু করছি। প্রথম অনুষ্ঠান জেহানাবাদে অনুষ্ঠিত হবে, এরপর নালন্দা জেলায় অনুষ্ঠান হবে। অনেকের প্রত্যাশা ছিল যে আমরা বাকি জেলাগুলিতেও যাত্রা করব।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা