প্যারিস, ১৬ সেপ্টেম্বর(হি.স.): ফ্রান্স বিশ্ববিজয়ী দলের ফুটবলার স্যামুয়েল উমতিতি। যিনি ফ্রান্স দলের একজন নিয়মিত ডিফেন্ডার ছিলেন। শেষ দিকে যিনি মাঠের সঙ্গে যুক্ত থাকার চেয়ে আঘাতের কারণে মাঠের বাইরেই সময়টা বেশি কাটিয়েছেন l আর তিনি খেলার মধ্যে থাকতে পারলেন না l চোটজর্জর কেরিয়ারের পথচলা থামিয়ে দিলেন এই ফরাসি ডিফেন্ডার। মাত্র ৩১ বছর বয়সেই ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। সামাজিক মাধ্যমে সোমবার বিদায়ের ঘোষণা করেন উমতিতি।
গত মরসুমে লিল ছাড়ার পর ক্লাব খুঁজছিলেন উমতিতি। কিন্তু চোটপ্রবণ ডিফেন্ডার খুঁজে পাচ্ছিলেন না কোনও ঠিকানা। তাই তিনি এই সিদ্ধান্ত নিয়ে ফেললেন। ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে উমতিতি তার ১৩ বছরের কেরিয়ারের ৭ বছরই কাটিয়েছেন। ২০১৬ সালে তিনি পাড়ি জমান বার্সেলোনায়। সেখানে পারফরম্যান্স দিয়ে যেমন রাঙিয়েছেন, তেমনি আঘাত ও পড়তি ফর্মের হতাশাও ছিল সঙ্গী। তবু ২০২২ সালে তাঁর সঙ্গে চার বছরের জন্য চুক্তি নবায়ন করেন বার্সেলোনা। কিন্তু আবার বড় আঘাতে পড়েন তিনি। শেষ পর্যন্ত ২০২৩ সালে চুক্তির তিন বছর বাকি থাকতেই ক্লাব ছাড়তে হয় তাঁকে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি