আবুধাবি, ১৬ সেপ্টেম্বর (হি.স.) : রান তাড়ায় লড়াই জমাতেই পারল না ওমান, সংযুক্ত আরব আমিরশাহীর জয়ে সুপার ফোরে উঠে গেল ভারত।
এশিয়া কাপের ‘এ’ গ্রুপের ম্যাচটিতে সংযুক্ত আরব আমিরশাহীর জয় ৪২ রানে। আবু ধাবিতে সোমবার ১৭২ রানের পুঁজি গড়ে ওমানকে ১৩০ রানে গুটিয়ে দেয় তারা।
টি-টোয়েন্টিতে টানা ছয় ম্যাচ হারের পর জয়ের দেখা পেল সংযুক্ত আরব আমিরশাহী। আর ওমান পেল টানা সপ্তম হারের স্বাদ।
আসরে প্রথম দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকে ছিটকে গেল ওমান। সেই সঙ্গে এই গ্রুপ থেকে সুপার ফোরে চলে গেল ভারতের (৪ পয়েন্ট)। এবার লড়াইটা হবে এখন পাকিস্তান (২ পয়েন্ট) ও সংযুক্ত আরব আমিরশাহীর (২ পয়েন্ট)। আগামী বুধবার মুখোমুখি হবে এই দুই দল।
ওমানের বিপক্ষে ৮৮ রানের উদ্বোধনী জুটিতে সংযুক্ত আরব আমিরশাহীকে বড় সংগ্রহ ও জয়ের ভিত গড়ে দেন ওয়াসিম ও আলিশান শারাফু। ৫৪ বলে ৬৯ রানের ইনিংস খেলার পথে এই সংস্করণে বলের হিসাবে দ্রুততম তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ওয়াসিম। আর ৩৮ বলে ৫১ রান করে ম্যাচ-সেরার স্বীকৃতি পান অবশ্য শারাফু। বল হাতে সংযুক্ত আরব আমিরশাহীর হয়ে জুনাইদ সিদ্দিকি সর্বোচ্চ ৪ উইকেট নেন ২৩ রান দিয়ে।
রান তাড়ায় শুরু থেকে নিয়মিত উইকেট হারায় ওমান। একসময় ৫০ রানে ৫ উইকেট হারিয়ে ছিল তারা। ওমানের প্রথম পাঁচ ব্যাটসম্যানের মধ্যে দুই অঙ্কে গেছেন কেবল অধিনায়ক জাতিন্দার সিং (২০)। সর্বোচ্চ ২৪ রান করেন আরিয়ান বিশত।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি