“ভারতের মসৃন সোনালী জয়”, আনন্দকুমারকে অভিনন্দন অমিত শাহর
নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর, (হি.স.): “ভারতের সোনালী গ্লাইড।” এই বিশেষণে ২০২৫ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্পিড স্কেটিংয়ে সিনিয়র পুরুষদের ১০০০ মিটার স্প্রিন্টে ভারতের প্রথম স্পিড স্কেটিং স্বর্ণপদক জয়ের জন্য আনন্দকুমার ভেলকুমারকে অভিনন্দন জানালেন দেশে
আনন্দকুমারকে অভিনন্দন অমিত শাহর


নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর, (হি.স.): “ভারতের সোনালী গ্লাইড।” এই বিশেষণে ২০২৫ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্পিড স্কেটিংয়ে সিনিয়র পুরুষদের ১০০০ মিটার স্প্রিন্টে ভারতের প্রথম স্পিড স্কেটিং স্বর্ণপদক জয়ের জন্য আনন্দকুমার ভেলকুমারকে অভিনন্দন জানালেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

অমিতবাবু মঙ্গলবার এক্সবার্তায় লিখেছেন, “আপনি আপনার দক্ষতা, তৎপরতা এবং নির্ভুলতা দিয়ে অসংখ্য ক্রীড়াবিদদের জন্য একটি অনুপ্রেরণামূলক উদাহরণ স্থাপন করেছেন। আপনি সর্বদা জাতির জন্য সম্মান অর্জন করুন।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande