দুই জয়ে ‘বি’ গ্রুপে শীর্ষে শ্রীলঙ্কা
দুবাই, ১৬ সেপ্টেম্বর(হি.স.): সোমবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নিজাকত খানের ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৯ রান করে হংকং । জবাবে ব্যাট করতে নেমে একসময় শ্রীলঙ্কা কোণঠাসা হয়ে পড়েছিল হংকংএর কাছ
দুই জয়ে ‘বি’ গ্রুপে শীর্ষে শ্রীলঙ্কা


দুবাই, ১৬ সেপ্টেম্বর(হি.স.): সোমবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নিজাকত খানের ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৯ রান করে হংকং । জবাবে ব্যাট করতে নেমে একসময় শ্রীলঙ্কা কোণঠাসা হয়ে পড়েছিল হংকংএর কাছে। তবে একের পর এক ক্যাচ মিস করে অঘটন ঘটাতে পারল না হংকং l শেষ পর্যন্ত এশিয়া কাপ থেকে তাদের বিদায় নিতে হলো শূন্য হাতে l

শেষ পর্যন্ত ৪ উইকেটে জিতেছে চারিথ আসালাঙ্কার দল। হংকংয়ের ১৪৯ রান তারা পেরিয়ে গেছে ৭ বল বাকি থাকতে। তিনবার জীবন পেয়ে ৬৮ রানের ইনিংস খেললেন পাথুম নিসাঙ্কা।

তিনবার জীবন পেয়ে অর্ধশতক পেরোনো ইনিংস খেলার সুবাদে ম্যাচ সেরার পুরস্কার জেতেন নিসাঙ্কা।

এই জয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে শ্রীলঙ্কা (২ ম্যাচ, ২ জয়, ৪ পয়েন্ট, রান রেট +১.৫৪৬)। আফগানিস্তান ৯৪ রানের জয়ে ২ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে (+৪.৭০০)। ২ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশ রয়েছে তিন নম্বরে (-২.১৫১)। টানা তিন ম্যাচে হেরে শূন্য হাতে বিদায় নিয়েছে হংকং।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande