“দৃষ্টি এমন আচ্ছন্ন হয়ে গেছে...”, হিন্দুস্বার্থ নিয়ে ফের সরব তথাগত
কলকাতা, ১৬ সেপ্টেম্বর, (হি.স.): “গোপালবাবু হিন্দুস্বার্থে লড়েছিলেন। তপন ঘোষ হিন্দুস্বার্থে তাঁর কীর্তিকে মানুষের গোচরে এনেছিলেন”। মঙ্গলবার এক্সবার্তায় এই মন্তব্য করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। গোপালবাবু বলতে তথাগতবাবু এখানে বোঝাতে চেয়েছেন,
“দৃষ্টি এমন আচ্ছন্ন হয়ে গেছে...”, হিন্দুস্বার্থ নিয়ে ফের সরব তথাগত


কলকাতা, ১৬ সেপ্টেম্বর, (হি.স.): “গোপালবাবু হিন্দুস্বার্থে লড়েছিলেন। তপন ঘোষ হিন্দুস্বার্থে তাঁর কীর্তিকে মানুষের গোচরে এনেছিলেন”। মঙ্গলবার এক্সবার্তায় এই মন্তব্য করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

গোপালবাবু বলতে তথাগতবাবু এখানে বোঝাতে চেয়েছেন, কলকাতা দাঙ্গায় হিন্দুরক্ষার্থে রুখে দাঁড়ানো গোপাল পাঁঠা (মুখোপাধ্যায়)-কে। তথাগতবাবু লিখেছেন, “কংগ্রেস-সিপিএম-তৃণমূলের দয়ায় বাঙালি হিন্দুর দৃষ্টি এমন আচ্ছন্ন হয়ে গেছে যে তারা দলবাজি ছাড়া কিছু বুঝতে পারে না। আপনাকে যখন কাটতে আসবে (যেমন নোয়াখালীতে এসেছিল) তখন “আমি সিপিএম, “আমি ধর্মনিরপেক্ষ বললে আপনাকে ছেড়ে দেবে? মোটেই না, আপনাকে কাটবে, আপনার বাড়ির মেয়েদের ধর্ষণ করবে।”

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande