কেরলে কনভেন্ট থেকে উদ্ধার এক সন্ন্যাসিনীর দেহ
কোল্লাম, ১৬ সেপ্টেম্বর (হি.স.): কেরলের একটি কনভেন্ট থেকে উদ্ধার হল এক সন্ন্যাসিনীর দেহ। কোল্লাম জেলার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার পুলিশ জানিয়েছে, ৩৩ বছরের ওই সন্ন্যাসিনী আদতে তামিলনাড়ুর বাসিন্দা। জানা গেছে, সোমবার গভীর রাতে কনভেন্টের একটি
কেরলে কনভেন্ট থেকে উদ্ধার এক সন্ন্যাসিনীর দেহ


কোল্লাম, ১৬ সেপ্টেম্বর (হি.স.): কেরলের একটি কনভেন্ট থেকে উদ্ধার হল এক সন্ন্যাসিনীর দেহ। কোল্লাম জেলার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার পুলিশ জানিয়েছে, ৩৩ বছরের ওই সন্ন্যাসিনী আদতে তামিলনাড়ুর বাসিন্দা।

জানা গেছে, সোমবার গভীর রাতে কনভেন্টের একটি ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলেই মনে করছে পুলিশ। কনভেন্টে কারওর সঙ্গে ওই সন্ন্যাসিনীর গোলমাল হয়েছিল কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande