সীমান্তে অস্ত্র পাচারের চেষ্টা রুখে দিল নিরাপত্তা বাহিনী
জম্মু, ১৬ সেপ্টেম্বর (হি.স.) : আন্তর্জাতিক সীমান্ত এলাকায় অস্ত্র পাচারের চেষ্টা রুখে দিল নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার ভোরে জম্মুর আর এস পুরা সেক্টরের ঘটনা। পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় কেউ গ্রেফতার না হলেও উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র। জানা গেছে
সীমান্তে অস্ত্র পাচারের চেষ্টা রুখে দিল নিরাপত্তা বাহিনী


জম্মু, ১৬ সেপ্টেম্বর (হি.স.) : আন্তর্জাতিক সীমান্ত এলাকায় অস্ত্র পাচারের চেষ্টা রুখে দিল নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার ভোরে জম্মুর আর এস পুরা সেক্টরের ঘটনা। পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় কেউ গ্রেফতার না হলেও উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র।

জানা গেছে, এদিন সীমান্ত লাগোয়া এলাকায় সন্দেহজনক গতিবিধির খবর পেয়ে অভিযান চালায় বিএসএফ এবং পুলিশের যৌথ বাহিনী। নিরাপত্তা বাহিনীর আসার খবর পেয়ে অস্ত্র পাচারকারীরা পালানোর চেষ্টা করে। তাদের মধ্যেই কেউ ওই অস্ত্র ফেলে যায় বলে অনুমান বাহিনীর। ওই এলাকা ঘিরে রেখে তল্লাশি চলছে বলে জানা গেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande