কালিয়াচকের পুলিশ অভিযানে ৪১৩ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার, গ্রেফতার অভিযুক্ত
মালদা, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : মাদক পাচারের বিরুদ্ধে অভিযানে মালদা জেলা পুলিশ আরও একটি বড় সাফল্য পেয়েছে। মঙ্গলবার কালিয়াচক থানার পুলিশ গঙ্গানারায়ণপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক পাচারের ঘটনাটি প্রকাশ্যে এনেছে। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি
কালিয়াচকের পুলিশ অভিযানে ৪১৩ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার, গ্রেফতার অভিযুক্ত


মালদা, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : মাদক পাচারের বিরুদ্ধে অভিযানে মালদা জেলা পুলিশ আরও একটি বড় সাফল্য পেয়েছে। মঙ্গলবার কালিয়াচক থানার পুলিশ গঙ্গানারায়ণপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক পাচারের ঘটনাটি প্রকাশ্যে এনেছে।

গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল ওই এলাকার বাসিন্দা মদন মণ্ডলকে ঘিরে ধরে এবং গ্রেফতার করে। তল্লাশির সময় তার কাছ থেকে ৪১৩ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়, যা অভিযুক্ত তার কাছে রেখেছিল। আধিকারিকরা জানিয়েছেন, উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মূল্য প্রায় চল্লিশ লক্ষ টাকা।

অভিযুক্তকে ঘটনাস্থলেই গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে একটি বিশেষ মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু করা হয়েছে। পুলিশ তাকে আদালতে হাজির করে পুলিশ রিমান্ডের আবেদন করেছে, যাতে নেটওয়ার্কের সাথে জড়িত অন্যান্য ব্যক্তিদেরও ধরা যায়। পুলিশ প্রশাসন স্পষ্ট করে জানিয়েছে যে আগামী দিনে জেলা জুড়ে বিশেষ অভিযান আরও জোরদার করা হবে যাতে সমাজকে মাদকমুক্ত করার লক্ষ্য অর্জন করা যায়।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande