আগরতলা, ১৬ সেপ্টেম্বর (হি.স.) : শান্ত ভদ্র এবং মার্জিত ভাষায় মালিক মন্তব্য ইস্যু নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে প্রকারান্তরে তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মনকে পাঠ পড়ালেন মন্ত্রী সুধাংশু দাস। তিনি বলেন, প্রদ্যোতের বক্তব্য তিনি সমর্থন করেন না। সংবিধানের প্রদর্শিত পথেই এই গণতান্ত্রিক দেশ চলছে। এখানে রাজতন্ত্র নেই। স্বাধীন দেশের নাগরিক আমরা। আমরা সবাই এই দেশের রাজা এই দেশের প্রজা।
সম্প্রতি দিল্লির যন্তর মন্তরে এক প্রকাশ্য সমাবেশে তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন নিজেকে আগরতলা, তেলিয়ামুড়া ও অন্যান্য মহকুমার মালিক বলে অভিহিত করেছেন। মথা সুপ্রিমোর এই স্বঘোষিত মালিক মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়ে গেছে। এই মন্তব্যের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল সরব থাকলেও এতদিন নীরব ছিলেন রাজ্য মন্ত্রিসভার সদস্যরা। এবার তারা নীরবতা ভঙ্গ করতে শুরু করেছেন।
সোমবার সন্ধ্যা রাতে রাজধানীর রূপসী সিনেমা হলে দলীয় কর্মীদের নিয়ে একটি সিনেমা দেখতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মালিক ইস্যুতে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাজ্য মন্ত্রিসভার সদস্য সুধাংশু দাস।স্পষ্ট এবং মার্জিত ভাষায় তিনি জানান, প্রদ্যোৎ কিশোর দেববর্মনের মন্তব্য তিনি সমর্থন করেন না। তিনি বলেন, কিসের ভিত্তিতে এই মন্তব্য প্রদ্যোত কিশোর দেববর্মণ করেছেন তা তাঁর জানা নেই। তবে আমরা স্বাধীন দেশের নাগরিক। এখানে রাজতন্ত্রের কোন বিষয় উল্লেখ নেই। এই দেশে আমরা সবাই রাজা সবাই প্রজা।
তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে মন্ত্রী সুধাংশু দাসের প্রতিক্রিয়া সামাজিক মাধ্যমে সম্প্রচারিত হয়েছে। প্রচুরসংখ্যক নেটিজেন এই বক্তব্যকে সমর্থন করে মন্ত্রী সুধাংশু দাসকে কুর্নিশ জানিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ