বারাকপুর, ১৬ সেপ্টেম্বর (হি. স.) : সোমবার দিনভর নিখোঁজ থাকার পর মঙ্গলবার সকালে পাশের পাড়ার পুকুর থেকে উদ্ধার হল সপ্তম শ্রেণির ছাত্রের মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য রহড়া থানার অন্তর্গত খড়দহের পানশিলা খালপাড় এলাকায়।
জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম আবির দাস (১৪)। সে খড়দহের কল্যাণনগর বিদ্যাপীঠের সপ্তম শ্রেণির পড়ুয়া ছিল। প্রায় প্রতিদিনই সকাল ছ’টা-সাড়ে ছ’টা নাগাদ হাঁটতে বের হত আবির। সেই মত সোমবার সকালেও পার্কে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেড়িয়েছিল সে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও আবির বাড়ি না ফেরার চিন্তায় পড়ে পরিবার। খোঁজ শুরু হয়। দিনভর খোঁজ করার পরও ছাত্রের হদিশ না মেলায় রহড়া থানাতেও জানানো হয়। মঙ্গলবার সকালে দক্ষিণপল্লি এলাকার একটি পুকুর থেকে উদ্ধার হয় পড়ুয়ার মৃতদেহ।
স্থানীয় বাসিন্দা গোপাল সাহা বলেন, “প্রতিদিনের মতো সোমবার সকাল সাড়ে ছ’টায় বাড়ি থেকে বেরিয়েছিল। আধ ঘণ্টার মধ্যে ফিরেও আসার কথা ছিল। কিন্তু কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও না ফেরায় রাস্তাঘাট, রেল স্টেশন-সহ বিভিন্ন জায়গায় আমরা খোঁজ নিই। কিন্তু কোথাও হদিশ পাইনি। এদিন সকালে দুঃসংবাদটি জানতে পারলাম।”
পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার পরীক্ষার খাতা অভিভাবকদের দেখানোর কথা ছিল। সেদিন থেকেই আবির নিখোঁজ। ফল নিয়ে দুঃশ্চিন্তা থেকেই চরম সিদ্ধান্ত নয় তো? ভাবাচ্ছে পুলিশকে।
হিন্দুস্থান সমাচার / সোনালি