উদয়পুরে জলে ডুবে নাবালকের মৃত্যু
উদয়পুর (ত্রিপুরা), ১৬ সেপ্টেম্বর (হি.স.) : জলে ডুবে মৃত্যু নাবালকের। ঘটনা গোমতী জেলার উদয়পুরের টেপানিয়ায়। মৃতের নাম রাজদীপ দেবনাথ। তার মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার দুপুরে প্রতিদিনের মত উদয়পুরের টেপানিয়া এলাকায়
মৃতদেহ উদ্ধার


উদয়পুর (ত্রিপুরা), ১৬ সেপ্টেম্বর (হি.স.) : জলে ডুবে মৃত্যু নাবালকের। ঘটনা গোমতী জেলার উদয়পুরের টেপানিয়ায়। মৃতের নাম রাজদীপ দেবনাথ। তার মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার দুপুরে প্রতিদিনের মত উদয়পুরের টেপানিয়া এলাকায় পুকুরে স্নান করতে যায় রাজদীপ দেবনাথ সহ আরও দুই বন্ধু। হঠাৎ করে রাজদ্বীপ দেবনাথ (১০) পুকুরে দেখতে পায়নি অন্য বন্ধুরা। খোঁজাখুঁজি করে দেখতে পায় রাজদীপ পুকুরের জলে ভেসে উঠছে। চিৎকার শুরু করে বন্ধুরা।

চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে আসে। পুকুর থেকে তুলে রাজদ্বীপকে নিয়ে যাওয়া হয় গোমতী জেলা হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই খবরে পরিবারের লোকজন সহ এলাকাবাসীরা কান্নায় ভেঙ্গে পড়ে। রাজদীপের মর্মন্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande