বর্তমান রাজ্য সরকার জনজাতিদের সার্বিক উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিয়েছে : মুখ্যমন্ত্রী
আগরতলা, ১৬ সেপ্টেম্বর (হি.স.) : সাধারণ জনগণের সামগ্রিক অংশগ্রহণের মাধ্যমেই বিভিন্ন সরকারি কর্মসূচির শতভাগ সাফল্য অর্জন করা সম্ভব। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেকোন সরকারি কর্মসূচি রূপায়ণে জনগণের অংশীদারিত্বের উপর সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। মঙ্গলবা
মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা


আগরতলা, ১৬ সেপ্টেম্বর (হি.স.) : সাধারণ জনগণের সামগ্রিক অংশগ্রহণের মাধ্যমেই বিভিন্ন সরকারি কর্মসূচির শতভাগ সাফল্য অর্জন করা সম্ভব। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেকোন সরকারি কর্মসূচি রূপায়ণে জনগণের অংশীদারিত্বের উপর সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। মঙ্গলবার আগরতলায় প্রজ্ঞাভবনে আদি কর্মযোগী অভিযানের অন্তর্গত রাজ্যস্তরীয় ওরিয়েন্টেশন প্রোগ্রাম এবং স্টেট প্রসেস ল্যাবস-এর উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ১০ জুলাই ২০২৫-এ বিকশিত ভারত অভিযানে আদি কর্মযোগী অভিযান শুরু করা হয়েছে। জনজাতি অধ্যুষিত প্রান্তিক এলাকায় বসবাসকারি মানুষের কাছে সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই এই অভিযান শুরু হয়।

তিনি বলেন, দেশে জনজাতি অধ্যুষিত ৫৫০টির বেশি জেলা এবং ৩ হাজার ব্লকের ১ লক্ষ গ্রামের জনজাতিদের ক্ষমতায়ন, দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক অংশগ্রহণের মাধ্যমে ২০ লক্ষ জনজাতি চেঞ্জ মেকার তৈরি করাই আদি কর্মযোগী অভিযানের মূল লক্ষ্য। এই অভিযানকে বাস্তবায়িত করতে আদি কর্মযোগী, আদি সহযোগী এবং আদি সাথী নামে ৩টি বিভাগে প্রশিক্ষিত ক্যাডার তৈরি করা হবে।

মুখ্যমন্ত্রী জানান, আদি কর্মযোগী বিভাগে সরকারি কর্মচারিগণ, আদি সহযোগী বিভাগে শিক্ষক, ডাক্তার, সমাজসেবী এবং আদি সাথী বিভাগে স্বসহায়ক দলের সদস্য, প্রবীন নাগরিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ থাকবেন। জনজাতি অধ্যুষিত প্রতি গ্রামে আদি সেবাকেন্দ্র স্থাপন করা হবে। আদি সেবাকেন্দ্রটি নাগরিকদের জন্য সিঙ্গেল উইন্ডো পরিষেবা কেন্দ্র হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা, জনজাতি কল্যাণ দফতরের সচিব ডঃ কে শশী কুমার, কেন্দ্রীয় জনজাতি কল্যাণ মন্ত্রকের যুগ্ম সচিব টি. রৌমান পাইতে এবং দফতরের অধিকর্তা শুভাশিষ দাস। অনুষ্ঠানে জেলাশাসক, মহকুমা শাসক সহ বিভিন্ন স্তরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande