দক্ষিণ ত্রিপুরা কিষাণ জেলা কংগ্রেসের ডেপুটেশন
বিলোনিয়া (ত্রিপুরা), ১৬ সেপ্টেম্বর (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা কিষাণ জেলা কংগ্রেস প্রতিনিধি মূলক ডেপুটেশন প্রদান করে মহকুমা শাসকের কাছে। মঙ্গলবার দুই দফা দাবি লিখিত আকারে উল্লেখ করে মহকুমা শাসকের হাতে স্মারক লিপি তুলে দেওয়া হয়। দাবিগুলি হল শারদোৎসবের প
ডেপুটেশন


বিলোনিয়া (ত্রিপুরা), ১৬ সেপ্টেম্বর (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা কিষাণ জেলা কংগ্রেস প্রতিনিধি মূলক ডেপুটেশন প্রদান করে মহকুমা শাসকের কাছে। মঙ্গলবার দুই দফা দাবি লিখিত আকারে উল্লেখ করে মহকুমা শাসকের হাতে স্মারক লিপি তুলে দেওয়া হয়। দাবিগুলি হল শারদোৎসবের পূর্বেই রেগা শ্রমিকদের সমস্ত বকেয়া নায্য মজুরি প্রদান নিশ্চিত করতে হবে। শারদোৎসবের আগে রেগার কাজ ছাড়াও গ্রামের শ্রমজীবী কৃষিজীবী, দুঃস্থদের নূন্যতম দশদিনের কাজের ব্যাবস্থা করতে হবে।

দুটি দাবিতে আজকের প্রতিনিধিমূলক ডেপুটেশন দেয় দক্ষিণ ত্রিপুরা জেলা কিষাণ কংগ্রেস। বিলোনিয়া মহকুমা শাসক দাবিগুলি পূরণের উদ্যোগ গ্রহণ করবেন বলে জানান জেলা যুব কংগ্রেস সভাপতি অজিতাভ মজুমদার। ডেপুটেশনে ছিলেন বিলোনিয়া ব্লক কংগ্রেস সভাপতি দেবাশীষ মজুমদার, কিষাণ কংগ্রেসের ব্লক সভাপতি সুখদেব দাস, শ্রমিক সংগঠনের জেলা সভাপতি বুদ্বদেব আচার্য্য প্রমুখ।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande