তিস্তা নদীর জল বেড়েছে, তিস্তা বাজারের কাছেই দার্জিলিং যাওয়ার রাস্তা বন্ধ
কলকাতা, ১৬ সেপ্টেম্বর (হি. স.) : তিস্তা নদীতে জলরাশি উপচে পড়ছে। এই মুহূর্তে সড়ক পথেই দার্জিলিং যেতে প্রবল সমস্যা। তিস্তা বাজারের কাছেই রাস্তার উপর দিয়ে জল ছুটছে এবং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যদিও ১০ নম্বর জাতীয় সড়ক এ পর্যন্ত খোলা রয়
তিস্তা নদীর জল বেড়েছে, তিস্তা বাজারের কাছেই দার্জিলিং যাওয়ার রাস্তা বন্ধ


কলকাতা, ১৬ সেপ্টেম্বর (হি. স.) : তিস্তা নদীতে জলরাশি উপচে পড়ছে। এই মুহূর্তে সড়ক পথেই দার্জিলিং যেতে প্রবল সমস্যা। তিস্তা বাজারের কাছেই রাস্তার উপর দিয়ে জল ছুটছে এবং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যদিও ১০ নম্বর জাতীয় সড়ক এ পর্যন্ত খোলা রয়েছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, ১২ নম্বর রাজ্য সড়ক বরাবর দার্জিলিং অভিমুখে রাস্তার দু'দিকেই গাড়ি যাতায়াত করলেও আপাতত মাঝপথেই তা নিরাপত্তার কারণে থামাতে হচ্ছে। সেইসঙ্গে আরো খবর মিলেছে, ১০ নম্বর জাতীয় সড়ক ও সিকিম যাওয়ার রাস্তা জুড়েই গত ২৪ ঘন্টায় ভারি বৃষ্টিপাত হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই নতুন করে ভূমি ধ্বসের আশঙ্কা রয়েছে। জেলা প্রশাসনের তরফেও জানানো হয়েছে যে, ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ রয়েছে এখানে - বারদং (সিংতাম - রংপো ২০ মাইল), ১৫ সিংতাম থেকেই রাবাংলাগামী যাওয়া যাচ্ছে না। সেইপথেও এই মুহূর্তে নাগধারা ও খামডং এলাকায় তা বন্ধ হয়েছে। তবে, শিলিগুড়ির দিকে যাতায়াতকারীদের জন্যে পুলিশ ও প্রশাসনের একযোগে পরামর্শ হল - উদ্ভূত পরিস্থিতিতে হাতে সময় নিয়েই পথে বের হতে হবে। একাধিক পথেই বিভিন্ন পয়েন্টে গাড়ির সারি আটকে রয়েছে এবং যানজটের সমস্যাও চরমে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande