কলকাতা, ১৬ সেপ্টেম্বর (হি. স.) : দেশজুড়েও এ রাজ্যে নিবিড় ভোটার তালিকা সংশোধনীর কাজ হবে। এই নিয়ে কংগ্রেস পশ্চিমবঙ্গে প্রস্তুতি শুরুও করেছে বলে প্রকাশ্যেই জানালেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ও প্রাক্তন সাংসদ অধীররঞ্জন চৌধুরী। উল্লেখ্য, বিহারে এস আই আর - এর বিরোধিতা জারি থাকলেও পশ্চিমবঙ্গে এস আই আর - প্রক্রিয়া তবে মেনে নিয়েছে কংগ্রেস। প্রসঙ্গত, মঙ্গলবার মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এর সঙ্গে দেখা করলেন অধীররঞ্জন সহ কংগ্রেসের এক প্রতিনিধি দল। প্রায় আধ ঘন্টা ধরেই তাদের মধ্যেই বৈঠক সম্পন্ন হয়। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কাছে এক প্রতিক্রিয়ায় এরপর অধীররঞ্জন চৌধুরীর দাবি, যেহেতু সারা দেশে এবং পশ্চিমবঙ্গেও চালু হবে ওই ভাবনাচিন্তা নিয়েই কংগ্রেস প্রস্তুতি শুরু করেছে। তবে, এর ফলে যাতে কোনও বৈধ ভোটার তাদের ভোটের মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হয়। তার জন্য আগাম প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে বলেও জানালেন তিনি। এই প্রসঙ্গে তিনি আরও বলেন যে, রাহুল গান্ধী দেশজুড়ে ভোটারদের অধিকার নিয়ে আন্দোলন করছেন। তাঁর অভিযোগ বিহার তার জ্বলন্ত উদাহরণ। যেখানে ৬৫ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ দিয়ে পরিকল্পিতভাবে তাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন অধীররঞ্জন চৌধুরী। মূলত এর প্রতিবাদেই কংগ্রেস ও রাহুল গান্ধী সহ তেজস্বী যাদব এবং বিরোধী দলের একাধিক নেতৃত্ব তার প্রতিবাদ করেছেন বলে জানালেন অধীর রঞ্জন চৌধুরী। তাঁর দাবি এই মুহূর্তে একথা বলব না যে, রাহুল গান্ধীর জন্য বিচারব্যবস্থা নিবিড় ভোটার তালিকা সংশোধনী নিয়েই সক্রিয় হয়েছে। কিন্তু তার প্রতিবাদের পর বিচারব্যবস্থা আরো সংশ্লিষ্ট ইস্যুতে আরো সক্রিয় হয়েছে। তার দাবি ভোটার তালিকা সংশোধন নিয়ে ইতিমধ্যে বাংলায় মানুষের মধ্যে একটা ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে বলেও স্পষ্টতই জানালেন তিনি।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত