মুম্বই , ১৬ সেপ্টেম্বর ( হি.স.) : মহারাষ্ট্রের বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত জনজীবন। বিশেষত মরাঠওয়াড়ায় নদ-নালার জলস্তর দ্রুত বেড়ে বহু গ্রাম প্লাবিত হয়েছে। বিড জেলায় নদীর ধারে আটকে পড়া ৫১ জনকে নৌসেনার সহায়তায় নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। মঙ্গলবার রাজ্যের বিপর্যয় ব্যবস্থাপনা দফতর সব বৃষ্টিপ্রবণ জেলাকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। বিড, লাতুর, পারভনি, নানদেড, হিঙ্গোলি-সহ একাধিক জেলায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বহু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। শিরুর বিভাগে একদিনে ১০৪ মিলিমিটার বৃষ্টি নথিভুক্ত হয়েছে। কয়েকটি বাঁধ উপচে পড়ায় সেতু ভেঙে পরিবহন ব্যাহত। মুম্বই ও পুণেতেও ভারী বৃষ্টিতে নিত্যজীবনে প্রভাব পড়েছে। প্রশাসনের তরফে ত্রাণ ও উদ্ধারের কাজ চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য