কবি অক্ষয়কুমার দত্তের শোভনোদ্যান রক্ষা করতে এককাট্টা, সরব প্রতিবাদ সভা
কলকাতা, ১৬ সেপ্টেম্বর (হি. স.) : কবি অক্ষয়কুমার দত্তের হেরিটেজ সম্পত্তি যে কোনও মূল্যে রক্ষা করতে হবে। এই অঙ্গীকার নিয়েই পথে নেমেছেন বালির শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। মঙ্গলবার বিকালে অক্ষয়কুমার দত্ত মেমোরিয়াল ফাউন্ডেশন (বালি), এর উদ্যোগে চলে প্রতিবা
বালি'তে দেওয়ানগাজী বাসস্ট্যান্ডের সামনে প্রতিবাদ সভা


কলকাতা, ১৬ সেপ্টেম্বর (হি. স.) : কবি অক্ষয়কুমার দত্তের হেরিটেজ সম্পত্তি যে কোনও মূল্যে রক্ষা করতে হবে। এই অঙ্গীকার নিয়েই পথে নেমেছেন বালির শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। মঙ্গলবার বিকালে অক্ষয়কুমার দত্ত মেমোরিয়াল ফাউন্ডেশন (বালি), এর উদ্যোগে চলে প্রতিবাদ সভা। সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবেই সামিল হয়েছেন। প্রতিবাদকারীদের বক্তব্য হল - অক্ষয়কুমার দত্তের স্মৃতি বিজড়িত ভবন - শোভনোদ্যান, একটি হেরিটেজ সাইট। কাজেই এখানে বেআইনি নির্মাণ বন্ধ করতে হবে। এদিকে, হাওড়া জেলার বালি থানার অধীনে জি টি রোডে সংলগ্ন দেওয়ানগাজী বাস স্টপেজ এর সামনেই এ নিয়ে চলেছে অবস্থান বিক্ষোভ কর্মসূচি ও এক ঘন্টার ও বেশি সময় ধরেই পথ সভা। উল্লেখ্য, গতকাল জেসিবি মেশিন ওই ভবনের মধ্যে ঢুকিয়ে সাফাই অভিযান চালানোর অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট প্রমোটর সংস্থা ওই ঘটনায় জড়িত। প্রসঙ্গতঃ এদিন সেই প্রতিবাদেই মূলতঃ কবি অক্ষয়কুমারের স্মৃতিধন্য বাড়ি'তে বেআইনি নির্মাণ করা চলবে না। শতাধিক অক্ষয় অনুরাগীদের উপস্থিতিতেই এককাট্টা এলাকার বাসিন্দারা। প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে জানানো হয়েছে যে, দেশ ও বিদেশের মাটিতে ছড়িয়ে রয়েছে হেরিটেজ ভবন ও কবি অক্ষয়কুমার দত্তের শোভনোদ্যান। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফেও হেরিটেজ ঘোষণা করা হয়েছে। যদিও এখন তা রক্ষা করার গুরুদায়িত্ব রাজ্য সরকারের। এদিনের প্রতিবাদ সভায় বক্তব্য রেখেছেন অক্ষয় কুমার দত্ত মেমোরিয়াল ফাউন্ডেশন এর পক্ষে শঙ্কর মৈত্র, প্রশান্ত ব্যানার্জী। এছাড়াও বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির পক্ষে অনুপ সরকার, রাহুল মজুমদার, বিজ্ঞান ও যুক্তিবাদী সংগঠন ব্রেক থ্রু - র পক্ষে বিশ্বজিৎ মিত্র এবং বালি অঞ্চলের অক্ষয় অনুরাগীবৃন্দ, শিক্ষানুরাগী অর্ণব চ্যাটার্জি প্রমুখ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande