কলকাতা, ১৬ সেপ্টেম্বর, (হি.স.): এসএসকেএম হাসপাতাল পেল দ্বিতীয় উডবার্ন ওয়ার্ড। এই দ্বিতীয় উডবার্ন ওয়ার্ডে জনসাধারণের জন্য আলাদা ওয়ার্ড থাকছে। 'অনন্য' নামের ওই ওয়ার্ডে এবার অত্যাধুনিক চিকিৎসা পাবেন সাধারণ মানুষজন।
মঙ্গলবার এসএসকেএম হাসপাতালের দ্বিতীয় উডবার্ন ওয়ার্ডের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এই দ্বিতীয় উডবার্ন ওয়ার্ডে সাধারণ মানুষের জন্য 'অনন্য' ওয়ার্ড রাখা হচ্ছে। এসএসকেএমে ১৩১ টি কেবিনের দ্বিতীয় উডবার্ন ব্লক তৈরি হয়েছে।
এই ওয়ার্ডে থাকছে ২১টি সিসিইউ বেড। এখানে রোগীদের জন্য আরামদায়ক এবং অত্যাধুনিক চিকিৎসার পরিবেশ নিশ্চিত করা হবে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কয়েকদিনের মধ্যে চিকিৎসা পরিষেবা পুরোদমে শুরু হয়ে যাবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত