কারামন্ত্রী চন্দ্রনাথ সিং-র শুনানি পিছিয়ে গেল
কলকাতা, ১৬ সেপ্টেম্বর, (হি.স.): কারামন্ত্রী চন্দ্রনাথ সিং-র ইডি হেফাজত না জামিন, সেই সিদ্ধান্ত মঙ্গলবার নেওয়া গেলনা। কারণ, পিছিয়ে গেল শুনানি। চন্দ্রনাথ সিং-র বিরুদ্ধে আরও তথ্যপ্রমাণ পেশ করেছে ইডি। বীরভূমে জমির কথা উল্লেখ করে তথ্য পেশ করে কেন্দ্রীয়
কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ-র শুনানি পিছিয়ে গেল


কলকাতা, ১৬ সেপ্টেম্বর, (হি.স.): কারামন্ত্রী চন্দ্রনাথ সিং-র ইডি হেফাজত না জামিন, সেই সিদ্ধান্ত মঙ্গলবার নেওয়া গেলনা। কারণ, পিছিয়ে গেল শুনানি। চন্দ্রনাথ সিং-র বিরুদ্ধে আরও তথ্যপ্রমাণ পেশ করেছে ইডি।

বীরভূমে জমির কথা উল্লেখ করে তথ্য পেশ করে কেন্দ্রীয় এজেন্সি। ইডির তথ্যপ্রমাণ পেশের পর সময় চান কারামন্ত্রীর আইনজীবী। এদিন ঠিক হয়েছে, শনিবার ব্যাঙ্কশাল কোর্টের বিশেষ ইডি আদালতে মামলার শুনানি হবে।

প্রাথমিক দুর্নীতি মামলায় কারামন্ত্রীকে হেফাজতে চায় ইডি। আদালতের আত্মসমর্পণের পর অন্তর্বর্তী জামিনে রয়েছেন কারামন্ত্রী। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি চার্জশিটে নাম রয়েছে চন্দ্রনাথ সিংহ-র।

আগেই আদালতে নথি-সহ চার্জশিট দিয়ে ইডি দাবি করেছে, “১২ কোটি ৭২ লক্ষ টাকার বেআইনি আর্থিক লেনদেনে জড়িত মন্ত্রী। শুধু মন্ত্রীই নন, স্ত্রী ও ছেলের নামেও আয়ের সঙ্গে সঙ্গতিহীন লক্ষ লক্ষ টাকা”।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande